শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

তাফসিরে ফাউজুল আজিজের প্রকাশনা ও মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরীর (রহ.) লিখিত কিতাব ‘তাফসীরে ফাউজুল আজিজ’ এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন হয়েছে। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় মোড়ক উন্মোচন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,  আল্লামা কাদেরীর (রহ) শরিয়ত-তরিকত ও মাজহাব-মিল্লাতের খেদমতের ক্ষেত্রে অতুলনীয় অবদান রয়েছে। তিনি প্রায় পঞ্চাশের ওপরে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা, মসজিদ, খানকা, হেফজখানা, ইয়াতিমখানা ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়াও একজন ক্ষুরধার লিখক হিসেবে রয়েছে দেশজুড়ে তার খ্যাতি। তিনি একজন কলম সম্রাট। তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাষায় দেড় শতাধিক কিতাব রচনা করেন। তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, শিক্ষক হিসেবে সবার জন্য মডেল। তার ওয়াজ নসিহত ছিল অনুপম দৃষ্টান্ত, তরিকতের ক্ষেত্রে অনন্য একজন শায়খ।

বক্তারা আরও বলেন, আল্লামা কাদেরির লিখিত তাফসিরে ফাউজুল আজিজ গ্রন্থের অন্যতম ও ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে- প্রতিটি শব্দের অনুবাদ ও শাব্দিক তাহকিক তথা বিশ্লেষণ, নাহু ও ছরফি কায়দা ও নিয়ম-নীতি উপস্থাপন, উল্লেখযোগ্য আয়াতের তারকিব, প্রতিটি আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট ও শানে নুজুল, আয়াতের অর্থ ও তাফসির তথা ব্যাখ্যা-বিশ্লেষণ, পূর্ববর্তী আয়াত ও সূরার যোগসূত্র, কোন সূরায় কতটি রুকু, আয়াত, শব্দ ও অক্ষর রয়েছে তার বর্ণনা। তাওহিদ ও রিসালতের হৃদয়গ্রাহী আলোচনা, আহলে সুন্নাতের আকাইদের অকাট্য প্রমাণাদি সহকারে বর্ণনা, বাতিল দল-উপদলগুলোর উৎস নির্ণয়পূর্বক তাদের স্বরূপ উন্মোচন ও খণ্ডন, আয়াতগুলোর সংশ্লিষ্ট ফিকহভিত্তিক মাসয়ালা-মাসায়েলের সুস্পষ্ট বিবরণ, সর্বোপরি নির্ভরযোগ্য তাফসির গ্রন্থাবলি ও নির্ভরযোগ্য কিতাবাদির জরুরি উদ্ধৃতি।

চট্টগ্রাম হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ, আনজুমানে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়ার সভাপতি, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান, ছিপাতলী দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ার সাজ্জাদানশীন পিরে তরিকত আল্লামা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আবদুল করিম।

বিশেষ অতিথি ছিলেন- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, জাবির প্রফেসর ড. এমএ অদুদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আহসান উল্লাহ আহসান সাঈদ, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামিক স্কলার ড. আল্লামা মুফতি মুহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, গাজীপুর দারুল ইরফান দরবার শরিফের সাজ্জাদানশীন ড. আল্লামা একেএম মাহবুবুর রহমান,‌আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, চট্টগ্রাম ছোবহানিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মহাসচিব আল্লামা মুহাম্মদ জয়নাল আবেদীন যোবাইর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. শাহ আল মারুফ, ঢাকা দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ফকিহ, আল্লামা মুফতি মুহাম্মদ ওসমান গনি সালেহী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ মুহাম্মদ ইমদাদ উদ্দিন, চট্টগ্রাম ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আব্দুল অদুদ আলকাদেরী, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, আল্লামা মুহাম্মদ মাসউদ কাদেরী,চট্টগ্রাম ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার শাইখুত তাফসির আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, ঢাকা তৈয়বিয়া কাদেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, আল্লামা মুফতি মুহাম্মদ জসিমউদ্দিন আজহারী, চট্টগ্রাম হালিশহর তৈয়বিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মুহাম্মদ বদিউল আলম রেজভী, ঢাকা তৈয়বিয়া কাদেরিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক, চট্টগ্রাম আল আমিন বারিয়া মডেল কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল আজিজ আনোয়ারী, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা কাজী মুহাম্মদ ইউনূস রেজভী, চট্টগ্রাম ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইউসুফ আলকাদেরী, চট্টগ্রাম নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ছালেহ আহমদ আনছারী, কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুর রকিব, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ লোকমান চিশতী।

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit