জলমহাল ইজারার উপজেলা কমিটির সদস্য ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে যায়নি বিজ্ঞপ্তিটি। দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু বলেন, ‘জলমহল ইজারার বিষয়ে আমার কাছে কোনো বিজ্ঞপ্তি আসেনি। বিজ্ঞপ্তি হয়েছে কী না কিছু জানিনা।’ একই কথা বলেছেন, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়যারম্যান মো. আফাজ উদ্দিন।উপজেলা মৎস্য কর্মকর্তা মুঃ ওয়ালিউল ইসলাম জানান, জলমহল ইজারার একটা বিজ্ঞপ্তি পেয়েছি। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী যে সকল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নেই সেকল উপজেলায় সমবায় কর্মকর্তা জলমহাল ইজারার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এব্যাপারে উপজেলা সমবায় অফিসার (অঃদাঃ) মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার বলেন, ‘গত ৬ জানুযয়ারি স্থানীয় একটা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে।’