এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১১ জানুয়ারি ) সকাল ১১ টায় এ উপলক্ষে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি কামাল আহমেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা।
বক্তৃতা করে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান। এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনিম জাহান, চৌগাছা থানার অফিসার ইনচার্য (ওসি) কামাল হোসেন, জেএইচডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম তুহিন, ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনাল হক, স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুজ্জামান, গারীবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, চৌগাছা ছারাবালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী গোলাম মোস্তফা, আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম শরিফুল ইসলাম, ধূলিয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন ও রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজম আশরাফুল প্রমূখ।
অবসর জনিত সংবর্ধনায় কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামানকে শিক্ষকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। এই বিদায়ী কর্মকর্তা ১৯৯৪ সালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কর্মজীবন শুরু করেন চৌগাছা উপজেলার শিক্ষা কর্মকর্তা হিসেবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তিনি কর্মজীবন শেষ করেন। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান। অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫০