লুৎফুন্নাহার রুমা “মন বিহঙ্গের ইচ্ছে ডানা” বইটি তুলে দিলেন। লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহ ওসি মোঃ সহিদুল ইসলাম সফিকুল ইসলামের হাতে মন বিহঙ্গের ইচ্ছে ডানা বইটি তুলে দিলেন সাংবাদিক ও সাহিত্যিক লুৎফুন্নাহার রুমা। বইটি সম্পাদনায় আহমেদ জহুর। এই বইটিতে ১৩৫ জন কবির কাব্য রচিত হয়েছে।
সমগ্র বাংলাদেশের কবিদের মিলন মেলায় বইটি রচিত। বইটি মা প্রকাশনি থেকে প্রকাশিত। সাহিত্যিক আহমেদ জহুর পেশায় একজন সাংবাদিক। দীর্ঘ ৪৬ বছর যাবত এ পেশায় নিয়জিত তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক খবর, দৈনিক বর্তমান, দৈনিক ঠিকানা,ইত্যাদি সকল প্রথম শ্রেণির সংবাদ পত্রে সুনামের সাথে কাজ করছেন।
লুৎফুন্নাহার রুমা একজন মানবিক, প্রাকৃতিক,ইসলামিক কাল্পনিক, বাস্তবিক,বিদ্রহিক,সাইন্টিফিক,সত্য ও শিল্পের সাথে লেখনিতে ফুটিয়ে তুলেন।পিতা একজন সরকারি সাহসীক ডিবি পুলিশে কর্মকর্তা ছিলেন। সর্বপরি বইটি এবারের চারটি স্টলে একযোগে চলবে আশা করা যাচ্ছে। বইটি ময়মনসিংহ ডিবি ওসি মোঃ সহিদুল ইসলাম হাতে পেয়ে আনন্দের সহিত ধন্যবাদ প্রকাশ করেন।
কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১১:০০