লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ৬ ডিসেম্বর আজ বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামনে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মশক নিধন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মোখতার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এস.কে দেবনাথ, সিটি কর্পোরেশনের সেনেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারী ও মশক নিধন কর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৩৪