শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুরে অটোরিক্সার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শোয়াইবা (৬) সখিপুর মহিলখালি গ্রামের আলহাজ সরদারের মেয়ে।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিজ বাড়ির সামনে খেলা করছিল শিশু শোয়াইবা। সেই সময় দ্রুত গতির একটি অটোরিক্সা শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত শিশুটিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে সখিপুর থানা অফিসার ইনচার্জ ওবায়দুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর পরিবার এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২২