বিনোদন ডেস্ক : ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। এরপর তিনি এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়ে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি ব্যবসাসফল হলে আর পিছনে তাকাতে হয়নি অপুকে। এরপর সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একেরপর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছে তিনি। কিন্তু শাকিবের সঙ্গে বিয়ে, সন্তান ও বিয়ে বিচ্ছেদ নিয়ে বিবাদের পরই সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন তিনি।
অপু বলেন, ‘আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন, এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না এলেও পারতাম বা এটা আমার ভুল ছিল। পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম। তবে আমি কিন্তু বিষয়টিকে পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করেছি। সেটি হয়নি। কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল, কেউ পেছন থেকে টেনে ধরছে। যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে।
এর আগে ২০১৭ সালে হঠাৎ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সবাইকে চমকে দিয়ে সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন অপু। অভিনেত্রী তখন জানিয়েছিলেন, তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। এর পরের ঘটনার জল বহুদূর গড়িয়েছে। সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে বিচ্ছেদও হয়ে গেছে। শাকিবের জীবনে নতুন করে আসেন বুবলী। যদিও সেটিও গোপন রেখেছিলেন তিনি।
একই ঘটনার পুনরাবৃত্তিও হয়েছিল। বুবলীও এক সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন। পরে সন্তান বীর ও জয়কে মেনে নিলেও দুই নায়িকার সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছে শাকিবের। এমনকি শাকিবকে নিয়ে বহুবার বিবাদেও জড়িয়েছেন দুই অভিনেত্রী। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। এরপর বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয় শাকিবের।
কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১৮