স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে যেতে ১২০ রানের লক্ষ্য পেয়েছিল খুলনা বিভাগ। অথচ সে রান তুলতেই তাদের ত্রাহি অবস্থা। কোনোমতে ৮১ রানে পৌঁছুতেই সব উইকেট খোয়া যায় দলটির। এতে ৩৮ রানের জয় তুলে নিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে ঢাকা মেট্রো। ফাইনালে তাদের প্রতিপক্ষ রংপুর।
খুলনার পক্ষে সমান দুটি করে উইকেট নেন মাসুম খান, পারভেজ জীবন ও মেহেদী হাসান। কিন্তু মামুলি লক্ষ্য পেয়েও খুলনার ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে পারলেন কই! প্রথম ওভারেই খুলনার দুই ব্যাটার আজিজুল হাকিম তামিম (০) ও ইমরুল কায়েসকে (০) সাজঘরের পথ চেনান ঢাকা মেট্রোর স্পিনার রাকিবুল হাসান।
পরের ওভারে মিঠুন রানআউটের ফাঁদে পড়লে মুহূর্তেই ২ রানে ৩ উইকেট খুইয়ে বসে তারা। সে বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে এসেছে দলীয় সর্বোচ্চ ২২ রান। মোসাদ্দেক-রাকিবুলের ঘূর্ণিতে শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ৮১ রান অলআউট হয়ে যায় খুলনা।
ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সৈকত, দুটি করে উইকেট যায় রাকিবুল ও মারুফ মৃধার ঝুলিতে। আগামী ২৪ ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে মুখোমুখি হবে রংপুর ও ঢাকা মেট্রো।
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৫