বিনোদন ডেস্ক : এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘প্রিয় মালতী’-এর হলের তালিকা। সিনেমাটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে প্রচারণায় নেমে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষোভের মুখে পড়েছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ক্যাপশনে রিফাত রশিদ লিখেছেন, ‘আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন চৌধুরী? কার গ্রাফিতির ওপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কালচারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি?’
শেষে তিনি বলেছেন, ‘অবিলম্বে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান।’
উল্লেখ্য, ১৯ বছর বয়সী তনু কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় হয়ে যায় পুরো দেশ। ২০১৬ সালের ২০ মার্চ তনুর মৃতদেহ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায়। প্রাইভেট টিউটরের কাছে এক বাসায় পড়তে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। ২০২৪ এ এসে ও তনুর কোনো বিচার হয়নি। ঢাবিতে তাকে নিয়ে তৈরি করা একটি গ্রাফিতির ওপর নিজের সিনেমার পোস্টার টাঙান মেহজাবিন।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫২