আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাভিগনোনের। সেখানে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করাতেন স্বামী। এভাবে চলেছিল প্রায় এক দশক। জানা গেছে, ১০ বছরেরও বেশি সময় ধরে ৯২ বার যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন ভুক্তভোগী। এই নৃশংস ঘটনায় ৭২ জন পুরুষ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
এ ঘটনায় গত সেপ্টেম্বর থেকে অভিযুক্ত স্বামীর বিচার চলছে। এতে অভিযুক্তদের মধ্যে ৫০ জন বিচারের মুখোমুখি হয়েছেন। আগামী সপ্তাহে মামলার বিচারকাজ শেষ হওয়ার পর রায় ঘোষণা হতে পারে। যদি অভিযুক্তরা দোষী সাব্যস্ত হন, তাহলে সম্মিলিতভাবে তাদের মোট শাস্তির মেয়াদ হবে ৬০০ বছরেরও বেশি।
অভিযুক্ত এই ৫০ জনের বেশিরভাগই এসেছেন জিসেলের গ্রাম মাজানের আশপাশের ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত ছোট শহর ও গ্রাম থেকে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিলেন, তবে বেশিরভাগই বিচারকদের সামনে মাথা নিচু করে কথা বলেছেন।
সেপ্টেম্বর থেকে একের পর এক ৫০ জন অভিযুক্ত আদালতে হাজির হয়েছেন অ্যাভিগননে। ধর্ষণ মামলার তদন্ত সাধারণত কয়েক দিন সময় নেয়। তবে অভিযুক্তদের সংখ্যা বেশি হওয়ায় এই মামলার শুনানি খুব দ্রুত সম্পন্ন করা হচ্ছে। দ্রুতগতির এই বিচার প্রক্রিয়ায় অভিযুক্তদের জীবনের নানা ঘটনা উঠে এসেছে- যা অনেক সময় নির্যাতন ও ট্রমার গল্পে ভরা।
সূত্র : দ্য গার্ডিয়ান।
কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫