আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মসজিদে-মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ।

শুক্রবার বাদ জুম্মা আশুলিয়ার কান্দাইল মিয়াবাড়ি জামে-মসজিদ, চিত্রশাইল বাজার বাইতুল কাইয়ুম সুফিয়া জামে-মসজিদ, লিটল হাউজিং জামে-মসজিদ ও বেরণ আবু সাইদ নগর জামে-মসজিদে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার-মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলামের আয়োজনে এ এসময় উপস্থিত ছিলেন, থানা শ্রমিক দলের সহ-সভাপতি মো: লিটন গাজী, সাংগঠনিক সম্পাদক মো: হাসমত মন্ডল, প্রচার সম্পাদক মোঃ নূর-আলম ভূঁইয়া ও অন্যান্য নেতাকর্মী সহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।

এসময় দলটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। সকলে আমাদের নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করবেন, মহান আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন; আমীন!