স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করা শুরু হয়ে গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ আফ্রিকা। তবে অনেকটা চমক রেখেই ১৫ সদস্যের স্কোয়াড দিয়ে দেশটির ক্রিকেট বোর্ড। দল থেকে বাদ পড়েছেন দারুণ ফর্মে থাকা ট্রিস্টান স্টাবস ও রায়ান রিকেলটন।
দল ঘোষণার পর নির্বাচক প্যাট্রিক মারোনি বলেন, ‘‘কিছু এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, যা মোটেও সহজ ছিল না। কিন্তু আমাদের হাতে কিছু করারও ছিল না। তবে আমরা বিশ্বাস করি, এই স্কোয়াডটাই ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে সফল হওয়ার জন্য সর্বাধিক যোগ্য।’’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের দল আরও পরে ঘোষণা করা হবে।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৫০