ডেস্ক নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৯ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলাকারী রাকেশ দাসকে পুলিশের হাতে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পাশে এক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার (ডিবি) ওসি সাজ্জাদ করিম খান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি ওই মামলার ১৪নং আসামি। এ কারণে আমরা রাকেশকে পুলিশের সহযোগিতায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সংসদ সদস্য বাহারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন রাকেশ দাস।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৫