শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌর শাখা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মাহফুজুর রহমান হিরনকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবার সূত্রে জানা যায় – কেন্দুয়া পৌরসভার চন্দগাতী এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। তার নামে কোনো মামলা নেই।
আজ শুক্রবার (২জানুয়ারী) বেলা সাড়ে এগারোটার দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান – ২০২৪ সালের ৫ আগস্টে পটপরিবর্তন পর কেন্দুয়া থানায় দায়ের করা মামলায় সন্দেহজনক আসামী হিসেবে বৃহস্পতিবার রাতে হিরনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান – আজ শুক্রবার দুপুরের পর জেলা আদালতে সোপর্দ করা হবে।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৪