ডেস্ক নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, আমরা সবাই এ মাটির সন্তান, দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
শনিবার (০৭ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সে পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের দেশপ্রেম যে কত শক্ত তার প্রমাণ আমরা ইতোমধ্যেই পেয়েছি কেননা ৫ আগস্টের পর যখন আইন-শৃঙ্খলার অবনতি হয়েছিল তখন সাধারণ মানুষই পাশে দাঁড়িয়েছিল। নতুন বাংলাদেশে আমরা আপনাদের সহযাত্রী হিসেবে ভূমিকা রাখতে চাই। এক্ষেত্রে স্বাভাবিক পুলিশিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। পুলিশ ও জনগণ পাশাপাশি কাজ করলে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা অনেক সহজ হয়।
তিনি আরও বলেন, মিরপুর এলাকায় মাদক নির্মূলের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকায় ইভটিজিং প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। হকার, ভ্যানের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের কাজ চলছে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে দীর্ঘ যানজট কমানো যায়। হয়রানিমূলক মামলা এবং গ্রেপ্তার যাতে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। তবে প্রকৃত অপরাধীরা কোনো অবস্থাতেই ছাড় পাবেন না।
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৪৩