এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আওয়ামী লীগ নেতা এসএম সাইফুর রহমান বাবুলকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে যশোর কোতোয়ালি থানায় সোপার্দ করা হয়েছে। সোমবার যশোর শহরের প্যারিস রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এস এম সাইফুর রহমান বাবুল চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ স¤পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের ভাতিজা।
যশোরের ডিবির ওসি সুলাইমান হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে কোতোয়ালি থানায় সোপার্দ করা হয়েছে।যশোর কোতোয়ালি থানার ওসি জানান, এস এম সাইফুর রহমান বাবুলকে ২০১৮ সালের একটি পেইন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/সকাল ১১:২৫