এম এ রহিম চৌগাছা চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দিনব্যাপী প্রতিবন্ধী শিক্ষাক্ষীদের নিয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২১ নভেম্বর ) চৌগাছা সরকারি সাউথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিবন্ধী শিক্ষাথীদের নিয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশ গ্রহণকারী সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা আশরাফ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফ। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুম্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এম এম মোমিনুর রহমান, আশরাফ ফাউন্ডেশন সমন্বয়কারী মামুনুর রশিদ বকুল।
এছাড়াও এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা কৃষক দলে সভাপতি আজগার হোসেন, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ক্রিড়া শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। বিকালে প্রতিবন্ধী শিক্ষাক্ষীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, আমরা প্রতিবন্ধীদেরকে তাদের জীবনযাত্রার মান উন্নতিকল্পে কাজ করে যাচ্ছি। আগামীতে চৌগাছা উপজেলাতে সকল ইউনিয়নে স্বাস্থ্য, শিক্ষা, জীবকায়ন, সামাজিক ও ক্ষমতায়ন ইস্যুভিত্তিক সহায়তা অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৫