এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তিনি চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের ১০০ শয্যার কার্যক্রম পরিদর্শ করেন। পরিদর্শন কালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন চৌগাছা হাসপাতাল সারাদেশের মডেল এটাকে ধরে রাখতে হবে।
এ সময় তাঁর সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল ও ক্লিনিক সুমহ) পরিচালক ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসান, স্বাস্থ্য পরিচালক খুলনা বিভাগ ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, যশোরের সিভিলসার্জন ডাঃ মাহামুদুল হাসান, উপজেলা সরকারি মডেল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুরাইয়া পাভীন, ডাঃ শাইদুর রহমান ইমন ও জুলকার ইসলাম প্রমুখ।
চৌগাছা হাসপাতলের সকল বিভাগের খোজ-খবর নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দীর্ঘদিন যাবৎ শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সামাদ চৌগাছাতে পদায়ন থাকলেও যশোর ২৫০ শয্যা হাসপাতালে সংযুক্তিতে রোগী দেখতেন। তিনি বিষয়টি জানতে পেরে তাকে বলেন চাকুরি করতে হলে শনিবার থেকে চৌগাছাতে এসে রোগী দেখতে হবে। পরে চৌগাছায় পদায়ন হলেও যশোর সদরে বসে রোগী দেখেতেন দন্ত চিকিৎসক ইয়াসিন আরাফাতকেও একই কথা বলেন।
এই দুই জন চিকিৎসক আগামী শনিবার থেকে চৌগাছা হাসপাতলে রোগী দেখবেন বলে তিনি জানান। হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর বলেন, ১৭ বার পুস্কারপ্রাপ্ত চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিতি করা হবে। যার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ১০০ শয্যার কার্যক্রম চালু করা হবে।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২১