স্পোর্টস ডেস্ক : নিজের কৃতকর্মের কারণেই অবসরের ১৫ বছর পর নতুন করে আবারও আলোচনায় বাকনর। তবে সেটা বর্তমানের নয়, অতীতের। অতীতে তিনি যা করেছিলেন, তা নতুন করে সামনে এনেছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। বাকনরের সেই কাজের সঙ্গে যে টেন্ডুলকার নিজেই জড়িত ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শচীন টেন্ডুলকার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ব্যাটিং করার স্টাইলে দাঁড়িয়ে ছিলেন তিনি। তার পেছনে ছিল তিনটি বড় গাছ। এমন ছবি পোস্ট করে টেন্ডুলকার ক্যাপশনে লিখেছেন, ‘কেউ অনুমান করতে পারেন, কোন আম্পায়ার স্টাম্পকে এত বড় মনে করতেন?’
এমন ছবি পোস্ট করার পর কমেন্ট বক্সে শুধুই বাকনার। কেউ সরাসরি তার নাম বলেছেন, আবার কেউ তো আলোচিত এক ঘটনার ভিডিও দিয়েছেন। সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া লিখেছেন, ‘একটা নাম, কত স্মৃতি। বাকনর সব সময়ই এটাকে আকর্ষণীয় করেছে।’
শচীন টেন্ডুলকার কেন এমন ছবি পোস্ট করেছেন, আর এই পোস্টে বাকনরের নামটাই বা কেন আসছে? এটা জানতে হলে ফিরে যেতে হবে সেই ২০০৩ সালে। ব্রিসবেনের গ্যাবায় একটি ম্যাচে ব্যাট করছিলেন শচীন। তখন জেসন গিলেস্পির বল গিয়ে লাগে টেন্ডুলকারের প্যাডে। তবে বলটি বেশ উপরে উঠেছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল, বল স্টাম্পের ওপর দিয়েই যাবে। তবে গিলেস্পি আবেদন করার পর কিছুটা সময় নিয়ে তর্জনী তুলে দেন বাকনার! ওই ঘটনাকে তখনই ‘ভয়ানক সিদ্ধান্ত’ বলেছিলেন ধারাভাষ্যকার টনি গ্রেইগ। সেই ইনিংসে ৩ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফিরেছিলেন টেন্ডুলকার।
এরপর আরও একবার শচীনকে ভুল আউট দিয়েছিলেন বাকনার। ২০০৫ সালে কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের আবদুল রাজ্জাকের বলে টেন্ডুলককারকে কট বিহাইন্ড দিয়েছিলেন এই আম্পয়ার। দুটি ঘটনাই ছিল টেস্টে। আম্পায়ার বাকনারও পরে তা স্বীকার করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২০ বছর। ১২৮ টেস্ট ও ১৮১ ওয়ানডে ম্যাচে তিনি আম্পয়ারিং করেছেন। এই জগতে তিনি ছিলেন বিখ্যাত। ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করেছেন স্টিভ বাকনার।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:০০