ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরার বারিক গাজীর ছেলে। জানা গেছে, বিকাল ৫টার দিকে সাতক্ষীরা থেকে শ্যামনগর অভিমুখে যাওয়া মোটরসাইকেলের সঙ্গে শ্যামনগর থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত মোটরসাইকেল আরোহী আমিনুর রহমানকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জ্যোতির্ময় মণ্ডল তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/রাত ৮:১৮