বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : সুলতানপুর ৬০ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকসহ ১জন চোরাকারবারী আটক। সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন সীমান্ত পিলার ২০২৫/২৫-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারকোট নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯,৩৯৫ পিস ইয়াবা ও একটি সিএনজিসহ মাদক চোরাকারবারী মোঃ তাজুল ইসলাম (৬০), পিতা-মোঃ আব্দুস সালাম, গ্রাম-শিবনগর, পোষ্ট-কর্ণেলবাজার, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করতে সক্ষম হয়।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি, এসি জানায়, আটককৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় সোপর্দ করা হচ্ছে। আমাদের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে।
কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/সকাল ৮:২৩