এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আযানের জন্য মসজিদে মাইক দিল ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে পৌরস শহরের আল জামিয়াতুল মোহাম্মাদিয়া দারুল উলুম চৌগাছা কওমি মাদ্রাসা ও এতিমখানা মসজিদে আজানের জন্য স্ট্যান্ড মাইক্রোফোন মাইক সেট দেওয়া হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার রহামান জানান, চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পাতিবিলা ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমানের পক্ষ থেকে ও সংগঠনের সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এ মাইক সেট দেওয়া হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অত্র মসজিদের মাইক সেট না থাকায় মুখে আজান দেওয়া হতো।সংগঠনের সকল সদস্যদের বিচার বিবেচনায় ও সম্মতি ক্রমে এই মাইক সেট প্রদান করা হয়।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই সেলাগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:১৫