বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগমকে ঘিরে কর্মসূচি চলছেই। এবার বিদ্যালয়টির অবস্থান ছযঘড়িয়া গ্রামসহ আশেপাশের নয় গ্রামের মানুষ তার চুড়ান্ত বহিস্কার দাবি করেছে। এর আগে ওই শিক্ষিকার পক্ষেও তাকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে কয়েক’শ নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে লিখিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গাজালা পারভিন রুহির কাছে দেওয়া হয়। আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নান্নু মিয়া, সাবেক ইউপি সদস্য মো. মোরশেদ আলম, সহিদুল ইসলাম, মাসুম মিয়া, তাজুল ইসলাম, মো. তাহের মিয়া খন্দকার, আবুল বাশার, জোসনা আক্তার, আনোয়ার হোসেন, ফজু মিয়া, আবুল হোসেন, ইয়ার হোসেন, করিম মিয়া, তাহের মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন মিয়া।
বক্তারা অভিযোগ করেন, শিক্ষক সেলিনা বেগম বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোবারক হোসেনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। মানসিক চাপে গত ১০ জুলাই মোবারক হোসেন মারা যান। তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে আচরণ করতেন। ৫ জুলাই সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে এবং সহকারি শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এখন আবার তিনি বিদ্যালয়ে আসার জন্য পায়তারা করছেন। তবে সেলিনা বেগম শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করছেন। তিনি জানান, বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়েছে।