ডেস্ক নিউজ : কোরআনের বেশ কিছু আয়াতে কৃতজ্ঞতার বিষয়টি আলোচিত হয়েছে, যেখানে আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার নির্দেশ দেয়া হয়েছে। কৃতজ্ঞ না থাকার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। উদাহরণস্বরূপ, সুরা আল-আরাফের আয়াত ৭ তে আল্লাহ বলেন,
অল্পই তো তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। (সুরা আল-আরাফের আয়াত: ৭) আল্লাহ এখানে বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়কেই উদ্দেশ্য করে বলেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে তিনি অবিশ্বাসীদের দিকে ইঙ্গিত করেন, যারা আল্লাহ প্রদত্ত বিভিন্ন জীবনযাত্রার উপায় ও সম্পদের জন্য কৃতজ্ঞ থাকে না। এসব আয়াতে মূলত সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাস বা কৃতজ্ঞতা না থাকার জন্য সতর্কতা প্রদান করা হয়েছে।
আল্লাহ আমাদের জীবনে প্রচুর নিয়ামত দান করেছেন, যেমন খাদ্য, পানীয়, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সুরা আল-বাকারা ২ নম্বর আয়াত ও সুরা আন-নাহলেও বলা হয়েছে যে, শুধু হালাল ও পবিত্র জিনিস গ্রহণ করাই কৃতজ্ঞতার প্রতিফলন।
কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম উপায় হলো আল্লাহর কাছে দোয়া করা। হাদিসে এসেছে, যে খেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকে, সে সেই ব্যক্তির মতো যিনি রোজা রাখে এবং ধৈর্য ধারণ করে। আল্লাহর অন্যান্য বিধানগুলো মানার মাধ্যমেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।
আল্লাহর ৩৫তম সুন্দর নাম ‘আশ-শাকুর’, যা কৃতজ্ঞতার অর্থ বহন করে। কৃতজ্ঞতা প্রকাশের জন্য আল্লাহর এই নাম স্মরণ করা, বিশেষ করে দোয়ার সময়, আমাদের অন্তরে আল্লাহর কৃতজ্ঞতা ও সান্নিধ্য বৃদ্ধি করে।
তাই আমরা কারো দ্বারা উপকৃত হলে কমপক্ষে তার সঙ্গে হাসিমুখে কথা বলতে পারি। মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারি। সে দোয়ার ভাষা কী হবে, তাও শিখিয়েছেন রসুলুল্লাহ (সা.)। হজরত উসামা ইবনে জায়েদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কাউকে অনুগ্রহণ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে, ‘জাজাকাল্লাহু খইরান’ অর্থাৎ মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, তবে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল। (তিরমিজি ২০৩৫)
উপকারকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করাও কৃতজ্ঞতার একটি প্রকাশ। আমরা হয়তো কারো জন্য সরাসরি কিছু করতে পারি না, তবে যদি মহান আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কৃত করেন, তা অবশ্যই তার মর্যাদা অনুযায়ী হবে। তাই যখন আমরা কারো দ্বারা উপকৃত হই বা বিপদে কাউকে পাশে পাই, তখন তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষায় ‘জাজাকাল্লাহ’ বলার মাধ্যমে দোয়া করতে পারি। এছাড়া মোনাজাতে তার জন্য মহান আল্লাহর কাছে কল্যাণ কামনা করাও একটি সুন্দর কাজ।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০