নরসিংদী তিনিধি : নরসিংদীতে বিদেশী পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তারকৃত লিমন (২৬) পৌর শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে। পুলিশ জানায়, লিমনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। সে শহরের শ্রাবণ হত্যা মামলার পলাতক আসামী। গত শুক্রবার রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার এসআই
আঃ গাফ্ফার এর নেতৃত্বে পুলিশের একটি দল শহরের দত্তপাড়া (লঞ্চ ঘাট) এলাকায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করে পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে, লিমন জানায় তার ব্যবহৃত অস্ত্র রয়েছে । পরে তার দেখানো মতে শহরের দক্ষিন সাটিরপাড়ার জাঙ্গালিয়া এলাকার মগার বাড়ি হতে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল আঃ গাফ্ফার জানায়, লিমন একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে নরসিংদীসহ ২টি হত্যা, ২টি ডাকাতি, ২টি চুরি ও ১ টি ছিনতাইয়ের মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছ।
কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/রাত ১১:৩৮