বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার উদ্যোক্তা গ্রুপের সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত। ১ নভেম্বর শুক্রবার রাতে উপজেলা রোপস্থ সেতাবগঞ্জ ক্যাফে উক্ত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল হুদা। আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা উদ্যোক্তা মলি মোসলেহা, ছাত্রনেতা ফয়সাল মোস্তাক, সেতাবগঞ্জ ক্যাফের স্বত্তাধারী মোঃ সাকিউজ্জামান বাপ্পি প্রমুখ।
বোচাগঞ্জ উপজেলা উদ্যোক্তা গ্রুপের এডমিন ঝলক সানার সানা হোমমেড কেক এন্ড ফুড গ্যালারী, রাফা ফুড কর্নার এর সুমা, তোহফা আচার এর তানজিল জাহান, দি হোমপ্লেস কিচেন এর ইসরাত জাহান, ফুড মহল এর মালিহা রহমান ও সেতাবগঞ্জ ক্যাফের সার্বিক ব্যবস্থাপনায় জমকালো মিলন মেলাটি উপজেলার উদ্যোক্তাদের মাঝে বাড়তি উৎসাহ জুগিয়েছে। মিলন মেলায় কুইজসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বোচাগঞ্জ উপজেলা উদ্যোক্তা অনলাইন পেজে ১০ হাজার সদস্য অর্ন্তভুক্ত হওয়ায় একটি বিশাল কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী অফিসার মোঃ সাইফুল হুদা।
কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৫