এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাদক বিরোধী অভিযানে ১৩ বোতল ভারতীয় মদ আটক করেছেন পুলিশ। এ সময় মাদক কারবারিদের ফেলে যাওয়া পঞ্চাশ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক মদের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ ঘটনার সাথে জড়িত দুজকে আসামী করে চৌগাছা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা পলাতক রয়েছে।
মঙ্গলবার (২২ আক্টোবর) দুপুরে উপজেলার পৌর এলাকার বেলেমাঠ গ্রামের দামুদার বটতলায় চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ বোতল বিদেশী মদ ও একটি মোটর সাইকেল আটক করেন। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এস আই সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে একদল পুলিশ চৌগাছা-মহেশপুর সড়কের বেলেমাঠ গ্রামের দামুদার বটতলা এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি রেজিষ্ট্রেশন বিহীন ৫০ সিসির মোটর সাইকেলকে চ্যালেঞ্জ করে তারা। এতে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। তাদেরকে ধাওয়া করেও আটক করতে ব্যার্থ হন পুলিশ। পরে তাদের ফেলে যাওয়া একটি মোটর সাইকেল থেকে ১২ বোতল ভারতীয় মদ ও ১ বোতল বিয়ার উদ্ধার করেন পুলিশ। এ সময় তাদের ফেলে যাওয়া মোটর সাইকেলটি জব্দ করে থানায় আনা হয়।
এস আই সৌরভ জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা একটি মামলা হয়েছে। আসামীদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে।
কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০৮