বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন মুসলিম লীগ প্রার্থী ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা মোঃ মোস্তফা আল ইহযায।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে । এর আগে যাচাই বাছাইয়ের সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তার প্রার্থিতা বাতিল করেছিলেন ।
মোস্তফা আল ইহযায বলেন,”আলহামদুলিল্লাহ, ২৯৮নং খাগড়াছড়ি আসনে মোঃ মোস্তফা আল ইহযায এর প্রার্থীতা বৈধ। মার্কা, হারিকেন। খাগড়াছড়ির পাহাড়ের অন্ধকারে হারিকেন জ্বালিয়ে আলোকবর্তিকা হয়ে ফিরবো।”
কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০৪