তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে, দুর্গাপুর-কলমাকান্দা এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কাজ করবে। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আদিবাসীদের কোঠাবৃদ্ধি করবে। বিএনপি সব সময় দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঢাল হিসেবে কাজ করে গেছে। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়ন বিএনপি‘র আয়োজনে দাহাপাড়া আদিবাসী গ্রামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন, উপজেলা বিএনপি‘র নেতাকর্মীগণ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে, পাহাড়ি জনপদের গারো, হাজং সম্প্রদায়ের জনগোষ্ঠী ও স্থানীয় গন্যমান্যদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুর্গাপুর উপজেলা সভাপতি অজয় সাংমা, সাধারণ সম্পাদক নীরেশ সাংমা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ, আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট জন, আদিবাসী যুবসমাজ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় টিডব্লিউ সভাপতি অজয় সাংমা বলেন, সুন্দর ও জনবান্ধব বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মনোননীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে বিজয়ী করতে হবে। আমার জানামতে, আদিবাসী গ্রামে এসে কোন কোনপ্রার্থী কোনদিনই এভাবে আদিবাসীদের খোঁজ নেয়নি। তিনি এমপি নির্বাচিত না হয়েও, যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, আমরা আদিবাসী জনগোষ্ঠী উনার প্রতি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থেই আমরা কায়সার কামাল কে বিপুল ভোটে বিজয়ী করবো।
উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া বলেন, আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা কথায় নয় কাজে বিশ^াসী। এলাকার গারো, হাজংরা নিজেদের আত্মপরিচয়, সংস্কৃতিচর্চা ও ঐতিহ্য সংরক্ষণে যেন সোনালি ঐতিহ্য নিয়ে গর্ব করতে পারে, বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে এরকম সংস্কৃতি নিয়ে কাজ করবে। নারীদের জীবন-মান উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করবে।
একজন মানুষও যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, দলমত নির্বিশেষে তিনি কাজ করে যাচ্ছেন। মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের কল্যানে সব সময়ই উনার সহায়তা অব্যাহত রেখেছেন। উনি নির্বাচিত হলে, মন্ত্রী হবেন আর মন্ত্রী হলে আমাদের এলাকার উন্নয়ন হবে। আমাদের অবহেলিত দুর্গাপুরের উন্নয়নের জন্য আসুন আমরা সকলে মিলে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করি।
কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০৪