স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএসজি)-এর সদস্যদের নিয়ে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের নির্পোট ট্রেনিং সেন্টারে এ ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়।
পিএফজি’র উপজেলা পিস অ্যাম্বসেডর গীতা রানী কুন্ডুর সভাপতিত্বে ও পিএফজির কো-অর্ডিনেটর ও উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীনের এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কো-অর্ডিনেটর খোরশেদ আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর ও সুজনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পিএফজি সদস্য অ্যাড. মুজিবুর রহমান, প্রভাষক সঞ্জয় দে, হাসিনা আক্তার কাকলী, প্রধান শিক্ষক নিহারঞ্জন রায়, সাবেক পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, পারভীন আক্তার, সাংবাদিক অধ্যাপক বাবুল আকতার, অশোক বিশ্বাস, জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দীন প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০