বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিত’ জামায়াতের সঙ্গে আসলে আওয়ামী লীগ নেতাদেরও সাতখুন মাফ: রিজভী পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল ইরান একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়লে কি মার্কিন যুদ্ধজাহাজ টিকবে? চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে প্রতিভা ভাগিয়ে নিল পিএসজি, ক্ষুব্ধ বার্সা সভাপতি মৌসুমীকে বিয়ের গুজব প্রসঙ্গে যা বললেন অভিনেতা ৫২ বছর বয়সেও হৃতিকের এত ফিট থাকার রহস্য কী? মিনেসোটায় প্রাণঘাতী গুলির পর ট্রাম্প-ওয়ালজ ফোনালাপে শান্তির ইঙ্গিত ইউক্রেন যুদ্ধের ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নতুন বার্তা

মুসলমানদের মুখে মুখে শান্তির বার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : সালাম মানে শান্তি, কল্যাণ ইত্যাদি। পরস্পরকে সালাম দেওয়ার মধ্যে দিয়ে আমরা একে অপরের শান্তি কামনা করি। সামাজিক জীবনে আমাদের পারস্পরিক সম্পর্কের ভেতর সালাম ছড়িয়ে দেয় ভালোবাসা, সম্প্রীতি আর সৌহার্দ্যের সৌরভ। শান্তি আর ভালোবাসার দ্যোতনা ছড়ানো এই শুভকামনা আমাদের সম্ভাষণ।

মুসলমানদের অভিবাদন সালাম পারস্পরিক শান্তি ও নিরাপত্তামূলক একটি দোয়া।

আচার-অভ্যাস, অভিবাদন-সম্ভাষণ ইত্যাদি সংস্কৃতির এসব উপাদান থেকে বিভিন্ন জাতির বৈশিষ্ট্য নিরূপণ হয়। পৃথিবীতে অনেক সম্ভাষণ আছে। বিভিন্ন জাতির, ভাষার ও দেশের।

সালামের শ্রেষ্ঠত্ব এখানে অনন্য। সালাম মহান আল্লাহর অভিবাদন, ফেরেশতাদের অভিবাদন, জান্নাতের অভিবাদন। সৃষ্টির পর আদম (আ.)-কে আল্লাহ তাআলা ফেরেশতাদের সালাম দেওয়ার আদেশ করেছিলেন। এখানেই অভিবাদন হিসেবে সালামের অনন্যতা।

নবীজি (সা.) ইরশাদ করেছেন, ‘যখন আল্লাহ আদম (আ.)-কে সৃষ্টি করলেন, ফেরেশতাদের দেখিয়ে বললেন, তুমি তাদের সালাম দাও। তারপর শোনো তারা তোমাকে কী উত্তর দেয়। কারণ (তাদের দেওয়া উত্তর) সেটা তোমার সম্ভাষণ। তোমার বংশধরদের সম্ভাষণ। আদম (আ.) তাদের বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাবে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন তারা যোগ করলেন, ওয়া রাহমাতুল্লাহ।’
(সহিহ বুখারি, হাদিস : ৩৩২৬)

সালাম মুসলমানদের ধর্মীয় অভিবাদন। স্বতন্ত্র ও অত্যন্ত মাধুর্যময় সম্ভাষণ। মুসলমানদের সভ্যতা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও জাতিসত্তা বোধের প্রতীক।

সালামের গুরুত্ব ও প্রতিদান

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের সালামের আদেশ করেছেন। নবীজি (সা.) সবাইকে সালাম দিতেন, দিতে উদ্বুদ্ধ করতেন। পারস্পরিক দেখা-সাক্ষাতে পরস্পরকে সালাম দেওয়ার প্রতি অনেক গুরুত্ব আরোপ করতেন। কেননা সালামে আল্লাহ তাআলার রহমত ও বরকত নাজিল হয়। পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা নিজে খুশি হন। হিজরতের পর মদিনায় পা রাখার পরপরই যেসব উপদেশ নবীজি (সা.) দিয়েছিলেন সালামের প্রচলন তার অন্যতম।

(সুনানে তিরমিজি, হাদিস : ২৪৮৫)

সালাম ইসলামের শ্রেষ্ঠতম আমলগুলোর একটি। নবীজি (সা.)-কে একজন জিজ্ঞাসা করল, ইসলামের শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন, তুমি মানুষকে খাওয়াবে আর পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেবে। (সহিহ বুখারি, হাদিস : ১৬)

সালামের উত্তর দেওয়ার ব্যাপারেও ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। মহান আল্লাহ বলেন, ‘যখন তোমাদের অভিবাদন করা হয়, তখন তোমরাও তা অপেক্ষা উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা তারই অনুরূপ করবে; নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী।’

(সুরা : নিসা, আয়াত : ৮৬)

সালাম হৃদ্যতা বাড়ায়

নবীজি (সা.) ইরশাদ করেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঈমান না আনা পর্যন্ত। আর ঈমান পূর্ণতা পাবে না, যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো। আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলব, যে আমল করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। (সহিহ মুসলিম, হাদিস : ৫৪)

সালামের নিয়ম ও শিষ্টাচার

সালাম দিতে কার্পণ্য নয়। সালাম দিতেও হবে সঠিক উচ্চারণে যথাসময়ে। নামাজ, পানাহার, কোরআন তিলাওয়াত, অজুসহ কিছু আমলের সময় সালাম দেওয়া মাকরুহ। ফকিহ আলেমরা এমন অবস্থার সংখ্যা বিশের অধিক বলেছেন। সালামের বাক্য হতে হবে শুদ্ধ। অশুদ্ধ উচ্চারণে বিকৃতি ঘটে অর্থের। আরবের ইহুদিরা ইচ্ছা করে বিকৃত উচ্চারণে সালাম দিলে তাদের নিন্দায় আয়াত নাজিল হয়েছিল। কে কাকে সালাম দেবে—এ প্রসঙ্গে নবীজি (সা.) ইরশাদ করেন, আরোহী পথচারীকে, পথিক উপবিষ্টকে, কমসংখ্যক অধিক সংখ্যককে এবং ছোট বড়কে সালাম দেবে। (সহিহ বুখারি, হাদিস ৬২৩৩)

সালাম দেওয়া উচিত শিশুদেরও। এতে তারা সালামচর্চায় উদ্বুদ্ধ হয়। আনাস বিন মালিক (রা.) একবার শিশুদের অতিক্রম করার সময় সালাম দিয়ে বললেন, নবীজি (সা.)-ও এভাবে সালাম দিতেন।

(সহিহ বুখারি, হাদিস : ৬২৪৭)

সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করা উচিত। নবীজি (সা.) বলেন, যে ব্যক্তি আগে সালাম দেবে সে আল্লাহ ও রাসুলের কাছে উত্তম ব্যক্তি। (মুসনাদে আহমাদ, হাদিস : ২২১৯২)

এই অশান্ত অস্থির পৃথিবীতে আল্লাহ আমাদের জীবনের শান্তি দান করুন। সালামের রহমত ও বরকত আমাদের জীবনে নসিব করুন। আমিন।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit