আন্তর্জাতিক ডেস্ক : এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ট্রুডো সরকারের এ অভিযোগের জেরে সোমবার (১৪ অক্টোবর) দিল্লিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে জানায়, ‘আমরা তাদের (ভারতের রাষ্ট্রদূত ও কূটনীতিক) নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান কানাডা সরকারের প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না।’
সম্প্রতি কানাডা এক সরকারি বার্তায় জানায়, তারা নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ভারতীয় হাইকমিশনারের বিরুদ্ধে তদন্ত করছে। রোববার (১৩ অক্টোবর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে বার্তা পায়। তবে কানাডার এমন পদেক্ষেপের পরিপ্রেক্ষিতে সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা কানাডার ‘অযৌক্তিক’ অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং এগুলো ট্রুডো সরকারের রাজনৈতিক এজেন্ডা। এছাড়া অনেকবার অনুরোধ সত্ত্বেও কানাডা সরকার এ বিষয়ে (নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় হাইকমিশনারের সংশ্লিষ্টতা) কোনো প্রমাণ দিতে পারেনি।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪০