বিনোদন ডেস্ক : বিয়ের সাবেকি সাজে নজর কেড়েছে, বউভাতে খানিক মর্ডান লুকে পাওয়া গেছে নবদম্পতিকে। বউভাতের সাজে ঘরোয়া অথচ আভিজাত্যপূর্ণ পরিবেশে নবদম্পতি পোজ দিতে দেখা যায়। মধুমিতার পরনে ছিল গাঢ় মেজেন্টা-লাল রঙের রাজকীয় সিল্কের শাড়ি, যাতে সোনালি জরির কাজ করা।
সাবেকি সোনার গয়না, কপালে সিঁদুরের ছোঁয়া আর খোলা চুলে মধুমিতাকে লাগছিল অনন্যা। অন্যদিকে, দেবমাল্য বেছে নিয়েছিলেন একটি কারুকার্য করা কালো মখমলি পাঞ্জাবি ও সাদা ধুতি। দুজনের এই কন্ট্রাস্ট লুক সাবেকি আর আধুনিকতার এক নিখুঁত মেলবন্ধন। খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে ঘরোয়া আভিজাত্যেই কাটালেন দিনটি। এরপর শ্বশুরবাড়িতে স্বামী দেবমাল্য চক্রবর্তীর পরিবারের সঙ্গে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন মধুমিতা। তার মুখের উজ্জ্বল হাসিই বলে দিচ্ছে তিনি কতটা খুশি।
কিউএনবি/খোরশেদ/২৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২৪