আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক ব্ন্ধুত্ব এখন এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। আগামী ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে একটি বিশাল বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে দেশ দুটি।
তিনি জানান, গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এই চুক্তির প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে সম্মতি জানান এবং পরবর্তীতে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।
বিনয় কুমার তার সাক্ষাৎকারে উল্লেখ করেন, ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও গত বছরটি ছিল এই সম্পর্কের জন্য একটি মাইলফলক। নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে এবং বাণিজ্যের পরিধি বাড়াতে নতুন নতুন খাত ও উপাদান যুক্ত করা হচ্ছে।
রাষ্ট্রদূত বিশ্বাস করেন, দেশ দুটির মধ্যে মুক্ত বাণিজ্য এই লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার মধ্যকার বাণিজ্য রেকর্ড ৬ হাজার ৮৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যার সিংহভাগ জুড়েই রয়েছে রাশিয়ার অপরিশোধিত তেল।
বাণিজ্যিক লেনদেন সহজতর করতে গত দুই বছর ধরে ভারত ও রাশিয়া নিজস্ব মুদ্রা রুপি ও রুবল ব্যবহার করছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে যা বৈশ্বিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে আনবে। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দ্বিপাক্ষিক মৈত্রী ও বাণিজ্যকে নতুন শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বিনয় কুমারের মতে, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জন করা হলে তা দুই দেশের অর্থনীতিতেই এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস্।
কিউএনবি/খোরশেদ/২৭ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৩৩