নামাজের মধ্যে যদি ঢেকুরের সাথে পেট থেকে খাবার চলে আসে এবং সেটা মুখভরে হয় তাহলে অজু ভেঙ্গে যাবে। অজু করে এসে (বেনা) নামাজের সেখান থেকেই আদায় করতে পারবে। আর যদি মুখভরে না হয় তাহলে অজু ও নামাজ কোনোটিই ভঙ্গ হবে না।
মুখ ভরে হওয়ার ক্ষেত্রে যদি নামাজি ব্যক্তি তা ফেলে দেয়ার সক্ষমতা রাখা সত্ত্বেও গিলে ফেলে তাহলে নামাজ ভেঙ্গে যাবে। তবে যদি নিজেনিজেই ভেতরে চলে যায় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি সেটা মুখভরে না হয় আর মুসল্লি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলে তাহলে আগ্রধিকারযোগ্য মতানুসারে নামাজ ভেঙ্গে যাবে।
ফাতাওয়ায়ে হিন্দিয়া, কিতাবুস সালাহ, ১ম খণ্ড, ১০২ পৃষ্ঠায় বলা হয়েছে, যদি কেউ মুখভরে বমি করে, তবে তার অজু ভেঙে যাবে, কিন্তু নামাজ নষ্ট হবে না। আর যদি মুখভরে না হয়, তাহলে অজু ও নামাজ কোনোটি নষ্ট হবে না। যদি মুখভরে বমি করে, তা গিলে ফেলে, অথচ ফেলে দিতে সক্ষম ছিল, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি মুখভরে না হয়, তাহলে নামাজ নষ্ট হবে না ইমাম আবু ইউসুফের মতে। তবে ইমাম মুহাম্মাদের মতে, নামাজ নষ্ট হবে। এমন হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।