বিনোদন ডেস্ক : ‘শরতের জবা’র চিত্রনাট্য রচনা ও প্রযোজনাও করেছেন কুসুম নিজেই। নিজের গল্পের বই ‘অজাগতিক ছায়া’র ‘শরতের জবা’ গল্প থেকে সিনেমার চিত্রনাট্য করা হয়েছে। ২০২১ সালের বইমেলায় কুসুম শিকদারের এই বইটি প্রকাশিত হয়।
আজ শুক্রবার ঢাকার চার সিনেপ্লেক্স ও চট্টগ্রামের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শরতের জবা’। সংবাদ মাধ্যমকে কুসুম বলেন, ‘আজ বিকেলে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে যাবো। আমার সঙ্গে যাবেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। সিনেমাটি দেখার পাশাপাশি দর্শকদের সঙ্গেও দেখা করবো, তাদের কথা শুনবো।’
লাক্স তারকা হিসেবে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন কুসুম শিকদার। অভিনয় করেছেন টিভিনাটক ও সিনেমায়। দুজায়গাতেই সমান জনপ্রিয় ছিলেন তিনি। অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। একাকী এক নারীর রহস্যময় জীবনের গল্প নিয়ে নির্মিত ‘শরতের জবা’। কুসুম শিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভুঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৩