মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫ Time View

ডেস্ক নিউজ : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানা এলাকা থেকে র‍্যাব ৯ ও ১১ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সজিবুর রহমান নরসিংদীর রায়পুরা থানার দুকুন্দিচর গ্রামের বাসিন্দা। তার গ্রেপ্তারের বিষয়টি গতকাল বুধবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।

র‌্যাব-৯ কর্মকর্তা জানান, গ্রেপ্তার সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় নাশকতা মামলা রয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

এর আগে ১৭ জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ভয়ে শাবিপ্রবির আবাসিক হল ছেড়ে পালিয়ে যান তিনি। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit