বিনোদন ডেস্ক : এ দুই অভিনেত্রী ল’রিয়ালের প্রতিনিধি হিসেবে প্যারিস ফ্যাশন উইকে হাজির হয়েছিলেন। বিশ্বখ্যাত কসমেটিকস প্রোডাক্ট ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন তারা।
বড় ব্র্যান্ড ল’রিয়ালের মুখ হিসেবে এবারই প্রথম আলিয়াকে প্রতিনিধিত্ব করতে দেখা গেল। অন্যদিকে ঐশ্বরিয়া প্যারিস ফ্যাশন এ ল’রিয়ালের মুখ হিসেবে দায়িত্ব অসংখ্যবার পালন করেছেন। তবে এবারের প্যারিস ফ্যাশনের রেড কার্পেটে বয়স যে শুধু একটি সংখ্যা মাত্র তা আবারও প্রমাণ করেছেন অভিনেত্রী।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২২