ডেস্ক নিউজ : বরিশাল নগর ব্যতীত বিভাগে দেড় হাজারের অধিক পূজামণ্ডপে আসন্ন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ৪৯২টি পূজামণ্ডপ রয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।শনিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল নগরের কাশিপুরস্থ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের জন্য সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এজন্য বরিশাল রেঞ্জের ছয়টি জেলায় পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি শুরু করেছি। আমাদের বরিশাল বিভাগে মোট পূজামণ্ডপ ১ হাজার ৫৯৫টি। এর মধ্যে স্থায়ী ১ হাজার ৩৪২ টি, অস্থায়ী ২৫৩ টি। এরমধ্যে বিরোধপূর্ণ ৬ টি, অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ৪৯২ টি, গুরুত্বপূর্ণ ৬১২ টি এবং সাধারণ ৪৯১টি পূজামণ্ডপ রয়েছে। ছয় জেলার এসপি ও পূজা উদযাপন পরিষদের নেতাদের নিয়ে বসবো । সেখানে আলোচনা করা হবে কি করলে ভালো হবে। শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে।
এদিকে সভা সূত্রে জানা গেছে, বিভাগের সব থেকে বেশি পূজামণ্ডপ রয়েছে বরিশাল জেলায় ৫৪৫টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ)১৮৯টি। আর পিরোজপুর জেলায় ৪৬২টি পূজামণ্ডপের অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ১৩২টি রয়েছে, এরপর পটুয়াখালীতে জেলায় ১৮৯টি পূজামণ্ডপের অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ৬৮টি রয়েছে, ঝালকাঠিতে জেলায় ১৫৮টি পূজামণ্ডপের অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ৫১টি রয়েছে, বরগুনায় জেলায় ১২৯টি পূজামণ্ডপের অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ২৯টি রয়েছে এবং ভোলায় ১১২টি পূজামণ্ডপের অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ২৩টি রয়েছে।
এছাড়া সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম জানিয়েছেন, জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে বরিশালের কোনো থানায়ই হামলা বা লুটপাট হয়নি। যেহেতু অস্ত্র খোয়া যাওয়ার কোনো বিষয় নেই। কিছু লাইসেন্স করা অস্ত্র জমা পড়েনি। অস্ত্র উদ্ধারে আমরা অভিযান চালাবো। সভায় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবিরসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৬