স্পোর্টস ডেস্ক : ভারতের সামনে অপেক্ষা করছে ব্যস্ত এক মৌসুম। বাংলাদেশের বিপক্ষে জোড়া টেস্ট দিয়ে শুরু, এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৮টি টেস্ট খেলবে রোহিত শর্মার দল। তবে রোহিত বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে ওই সব সিরিজের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখতে নারাজ।
চেন্নাইতে আজ তিনি মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের। সেখানে রোহিত বলেন, ‘দেশের জন্য যখন খেলছেন, তখন প্রত্যেকটা ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। এটা অস্ট্রেলিয়া সিরিজের পোশাকি মহড়া নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট দরকার আমাদের। মৌসুমটাও ভালোভাবে শুরু করা দরকার।’
ঘরের মাঠে সবশেষ সিরিজটা ভারত হেরেছিল সেই ২০১২ সালে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল। এরপর থেকে টানা ১৭টা সিরিজ জিতেছে দলটা। এ সময় ৫১ টেস্টের ৪টিতে হেরেছে মাত্র। তবে রোহিত সতীর্থদের সতর্ক করে দিলেন, তাদের যেন আত্মতুষ্টি পেয়ে না বসে।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০০