স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে লুনিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল।মাত্র ১৯ বছর বয়সে ২০১৮ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন লুনিন। ২০২০ সাল থেকে তিনি ক্লাবের মূল দলে খেলে আসছেন। এ সময় রিয়ালের জার্সিতে জিতেছেন ১০টি শিরোপা। যেখানে আছে ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ১টি ক্লাব বিশ্বকাপ, ২টি ইউরোপিয়ান সুপার কাপ, ২টি লা লিগা, ১টি কোপা দেল রে ও ২টি স্প্যানিশ সুপার কাপ শিরোপা।
প্রথম পছন্দের গোলরক্ষকের তালিকায় থিবো কর্তোয়া থাকায় রিয়ালের একাদশে সব সময় সুযোগ হয় না লুনিনের। তবে গত মৌসুমে কর্তোয়ার ইনজুরিতে কপাল খুলেছিল তার। সুযোগ পেয়ে তিনিই হয়ে উঠেছিলেন প্রথম পছন্দের গোলরক্ষক। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পথে গোলবারের নিচে তিনি ছিলেন অতন্ত্রপ্রহরী। কর্তোয়া সুস্থ হওয়ার পরও লুনিন ছিলেন গোলবারের দায়িত্বে।
এছাড়া ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ইউক্রেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তার। সব মিলিয়ে ২০২৩-২৪ মৌসুমে সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফির যোগ্য দাবিদার তিনি। এমন গোলরক্ষককে তাই সহজে হাতছাড়া করতে চায়নি রিয়াল। তাছাড়া কর্তোয়ার সময়টাও শেষ হয়ে আসছে। ভবিষ্যত বিবেচনায় তাই লুনিনের সঙ্গে লম্বা সময়ের চুক্তি সেরে ফেলেছে রিয়াল।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০০