শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

আশুলিয়া ৪৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ; সাধারণ ছুঁটি অর্ধশত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার শিল্পাঞ্চল  আশুলিয়ায় শ্রমিক অস্থিরতা ও অস্থিতিশীল পরিস্থিতির মুখে অন্তত ৪৫ টি পোশাক শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে উদ্ভুত পরিস্থিতিতে অন্তত আরও অর্ধশত পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায় যথারীতি উৎপাদন অব্যাহত রয়েছে। সব ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারির পাশাপাশি অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাখে।  
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শিল্প পুলিশ-১ এর পরিচালক সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেন। এদিকে, ভোর থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী,  নবীটেক্সটাইল, জিরানী বাজার সহ বিভিন্ন স্থানে বেক্সিমকোর শ্রমিকরা লাঠি-সোটা হাতে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এছাড়া বিভিন্ন কারখানার সামনে গিয়ে ভাংচুরের চেষ্টা চালায়। ফলে জিরানী বাজার এলাকার অধিকাংশ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকদের বিক্ষোভের কারণে আতঙ্কে জিরানী বাজার ও আশপাশের দোকানপাট বন্ধ করে দেয়া হয়। যার ফলে অনেক কারখানার সামনে “কারখানা বন্ধ” সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়। 
জানা যায়, শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের দাবীর মুখে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে। কারখানাগুলোতে বেড়েছে শ্রমিক অস্থিরতা। এরই ধারাবাহিকতায় শিল্প সুরক্ষায় আশুলিয়ার অন্তত ৪৫টি তৈরী পোশাক কারখানা শ্রম আইন ২০০৬ সালের ১৩ (ক) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকরা বন্ধ সময়কালীন কোন বেতন পাবেন না। 
সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত বাইপাল-আবদুল্লাহ্পুর সড়কের বাইপাইল থেকে জিরাবো, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বিশমাইল জিরাবো সড়কসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনন্ত, মেডলার, শারমিন গ্রুপ, ডেকো, এস টুয়েন টি ওয়ান, মন্ডল নীটওয়্যার লিমিটেড, ম্যাংঙ্গো টেক্স, এআর জিন্স, এনভয়, স্টাইলিং গ্রুপ, ভিনটেক্স, ইয়াগী বাংলাদেশ, ক্রস ওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরোনিমা, ডেবনিয়ার, দি রোজ, জেনারেশন নেক্সট, সিনসিন, ডিসান সোয়েটার, হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লি:, সিগমা ফ্যাশন, এ্যাপারেলস গ্যালারি লিমিটেড,  রিফাত গার্মেন্টস, এক্সপ্রেস ওয়াশিং এন্ড ডাইং, এবং নেক্সট কালাকশন সহ শ্রম আইন ২০২৬ সালের ১৩(ক) ধারা অনুযায়ী অন্তত ৪৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে সকাল ১০ পর্যন্ত এর সংখ্যা ছিল ২২ টি। এছাড়া অস্থিতিশীল পরিস্থিতির মুখে আরও অর্ধশত পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সকাল ১০ টা পর্যন্ত নিউএইজ, আল মুসলিম, নাসা সুপার কমপ্লান্স, নাসা এ জে সুপার, নাসা বেসিক কমপ্লেক্স ও জণ রণ সোয়েটারের উৎপাদন চলছে বলে জানা গেছে। 
এছাড়া হা-মীম গ্রুপের একটি কারখানা বন্ধের নোটিশে লেখা রয়েছে, দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিঃ, এ্যাপারেল্স গ্যালারি লিঃ, রিফাত গার্মেন্টস লি:, এক্সপ্রেস ওয়াশিং এন্ড ডাইং লিঃ, আটিষ্টিক ডিজাইন লি:, নেক্সট কালেকশন লি: এর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক বৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আশুলিয়া শিল্প অঞ্চলে বর্তমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী কর্তৃপক্ষ আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ হইতে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করলো। পরবর্তীতে আঞ্চলিক পরিবেশ নিরাপদ হলে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপরিবেশ ও নিরপত্তা নিশ্চিত করে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে। কারখানায় নিরাপত্তা বিভাগ অত্র নোটিশের আওতামুক্ত থাকবে।
এদিকে, ভোর থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী, নবীটেক্সটাইল, জিরানী বাজার এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এছাড়া বেশ কিশু শ্রমিককে জিরানী-আমতলা আঞ্চলিক সড়কের উভয় পাশের কারখানাগুলোতে ভাংচুরের চেষ্টা করলে কারখানাগুলো ছুটি দিয়ে দেয় এবং কারখানার মূল ফটকে কারখানা বন্ধ সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এসময় আতঙ্কে এসব এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায়। 
শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বিভিন্ন দাবীর মুখে মালিকপক্ষ আলোচনা করলেও কোন ধরণের সিদ্ধান্তে যেতে পারেনি। ফলে আজ সকাল পর্যন্ত ২২ টি কারখানা ১৩(ক) ধারায় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুপুরের পরে অন্যান্য কারখানায় শ্রমিক ও মালিকপক্ষ আলোচনায় বসলে কোন সিদ্ধান্তে পৌছাতে না পাড়ায় দুপুরে এর সংখ্যা দাঁড়ায় ৪৫টিতে। তবে সব ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, জেলা পুলিশ ও শিল্প পুলিশ। 
শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৪ ৫টি পোশাক কারখানা ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।    এছাড়া আরও ৪৪টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আমরা আইন-শৃঙ্খলার বিষয়টি দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী কাজ করছে ।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit