এস এম মজনুর রহমান, স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে গঠিত কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। তিন সদস্যের নির্বাচন কমিশনের সদস্যরা হলেন অ্যাডভোকেট মকবুল ইসলাম, সহকারি অধ্যাপক ফজলুল হক ও আসাদুজ্জামান মিন্টু।
প্রেসক্লাবের বিদায়ী সভাপতি ফারুক আহমেদ ও সাধারন সম্পাদক মোতাহার হোসেন চুড়ান্ত ভোটার তালিকা, গঠনতন্ত্রসহ নির্বাচনী উপকরনসমুহ কমিশনের হাতে তুলে দেন। সুষ্ঠু অবাদ ও শান্তিপূর্ন নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করে কমিশনের সদস্যরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন ৩০ সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার। উল্লেখ্য মনিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৮ মার্চ।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৪