এস এম মজনুর রহমান, স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) : বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল বৃহস্পতিবার যশোরের মনিরামপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বিকেলে পৌরশহরের দক্ষিনমাথায় দলিয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ দোয়া মাহফিল আলোচনাসভা শেষে বর্নাঢ্য র্যালী বের করা হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা।থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, ডা.আলতাফ হোসেন, জাহাঙ্গীর বিশ্বাষ, আলতাফ হোসেন, বিল্লাল হোসেন, থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সাইফুল ইসলাম প্রমুখ।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৫