বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া র্যালি অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে ওই র্যালি সমাপ্তি ঘোষণা করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ র্যালির আয়োজন করে।
র্যালিতে সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপি’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, আর ডিসি মো. ইকবাল হোসেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, সাধারন সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, সুভাস দাস, প্রণব কুমার দাস, পরিমল রায়, পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালি ছাড়াও জন্মাষ্টমী উপলক্ষে পুজা অর্চণা করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য প্রার্থণা করা হয়।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪