স্পোর্টস ডেস্ক : গত ৫ আগস্ট আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন রুবেল। সেদিন বুকে ও পেটে গুলিবিদ্ধ হন তিনি, এরপর ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ডিএমপির আদাবর থানায় সাকিবসহ আরও ৪০০-৫০০ জনের নামে মামলা করেন।
মামলায় সাকিব ২৮ নম্বর আসামী। হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে শনিবার (২৪ আগস্ট) লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। পাশাপাশি মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:৪৫