সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

ফেনী জেলায় বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় র‌্যাব’’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১৫ Time View

 

ডেস্কনিউজঃ ফেনী জেলায় চলমান ভয়াবহ বন্যায় আটকে পড়া বন্যার্তদের র‌্যাব হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার এবং র‌্যাব ফোর্সেস এর পক্ষ হতে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা/ধর্ষণ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দুর্যোগ মুহুর্তে র‌্যাব সব সময় বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র‌্যাব সর্বদা আন্তরিক।

প্রতিষ্ঠালগ্ন হতে আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি দেশের যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক কার্যক্রমে সর্বাগ্রে থাকে এলিট ফোর্স র‌্যাব। দেশের যে কোন আপদকালীন সময়ে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব। দেশের এই দূর্যোগ মুহূর্তে র‌্যাব জনমানুষের বন্ধু হয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে জন সাধারণের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে কয়েক দিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হয়েছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সর্বগ্রাসী রূপ দেখলো ফেনী জেলাবাসী। কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে ফেনী জেলার অধিকাংশ এলাকার বাড়ি ঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ফেনী অঞ্চলে সৃষ্ট প্রাকৃতিক বন্যায় বিপর্যস্ত লাখ লাখ পানিবন্দি মানুষ। বানভাসী এসব মানুষ অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে আজ দিশেহারা। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যাকবলিত এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। কয়েকদিন বৃষ্টি হওয়ায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষেরা অসহায় দিন কাটাচ্ছে। এছাড়াও এখনো অনেকে পানিবন্দি হয়ে বিভিন্ন জায়গায় আটকে পড়েছে। বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসার অভাবে বন্যার্ত মানুষজন নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

৪। চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ আগস্ট ২০২৪ তারিখ ফেনী জেলার বিভিন্ন এলাকায় র‌্যাব ফোর্সেস এর পক্ষ হতে পাঁচশতাধিক বন্যার্তদের শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ টেবলেট, খাবার সেলাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি ফেনীর পশুরাম সীমান্তবর্তী এলাকা হতে ০১ জন গর্ভবতী মহিলা ও ০২ জন নবজাতক শিশুকে উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট প্রদানের মাধ্যমে সুস্থ্য করে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও নারী, শিশু ও বৃদ্ধসহ বন্যা দুর্গত এলাকা হতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দীদের র‌্যাব হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। এছাড়াও অনেক পানিবন্দী মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না এধরণের অসহায় মানুষদেরকে খুঁজে বের করে র‌্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের ব্যাপারে র‌্যাব ফোর্সেস জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। র‌্যাব ফোর্সেস মানবিক বিপর্যয় রোধে বন্যার্তদের মাঝে চলমান মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি এই অঞ্চলের বন্যা দুর্গতদের সহায়তার জন্য সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থাসহ দেশের সকল বিত্তবানগণকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক আহবান করেছেন।

ফেনী অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে যে কোন মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি সকলের জানমালের নিরাপত্তা প্রদানে র‌্যাবের প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বন্যার্তদের মানবিক সহায়তাসহ যে কোন মানবিক প্রয়োজনে সকলকে সংশ্লিষ্ট র‌্যাব কন্ট্রোলরুমের সাথে (মোবাইল নম্বর-০১৭৭৭৭১০৭৯৯) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

কিউএনবি/২৩.০৮.২০২৪/বিকাল ৪.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit