স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌরশহরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ^জিৎ মন্ডলের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করে চলেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে লাগাতার কর্মসূচি পালন করছে। গতকাল মঙ্গলবার পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে স্কুল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে।
জানাযায়, মনিরামপুর পৌরশহরে অবস্থিত মনিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমান কর্মরত রয়েছেন ২০ জন শিক্ষক। এদের মধ্যে সর্বকনিষ্ঠ শিক্ষক ছিলেন কৃষি শিক্ষক কুমার বিশ্বজিৎ মন্ডল। ২০১৭ সালে ম্যানেজিং কমিটির সভাপতি হন সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন লাভলুর ভাই শ্রমিকলীগ নেতা বাবুল করিম বাবলু।
অভিযোগ রয়েছে জৈষ্ঠ্য যোগ্যতম শিক্ষকদের টপকিয়ে কৃষি শিক্ষক কুমার বিশ^জিৎ মন্ডলকে ১৮ লাখ টাকার বিনিময়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রীয়ার সৃষ্টি হয়। ব্যহত হয় শিক্ষা কার্যক্রম। এ ছাড়া অভিযোগ রয়েছে বর্তমান প্রধান শিক্ষক কুমার বিশ^জিৎ ক্ষমতার দাপটে নিয়ম নীতি উপেক্ষা করে দূর্নীতি, স্বজনপ্রীতিসহ নানাবিধ অনিয়ম করে চলেছেন।
গত ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর প্রধান শিক্ষক কুমার বিশ^জিৎ বিদ্যালয় ছেড়ে আত্মগোপনে চলে যান। ফলে শিক্ষা কার্যক্রম আবারও ব্যহত হয়। আইয়ুব হেসেন নামে এক অভিভাবক সদস্য অভিযোগ করেন, প্রধান শিক্ষকের ষড়যন্ত্রের কারনে বিগত ছয়মাস ধরে কোন কমিটি গঠন করা সম্বব হয়নি। সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, কাউকে না জানিয়ে প্রধান শিক্ষক আত্মগোপনে চলে যাওয়ায় প্রতিষ্ঠানের কার্যক্রম দারুনভাবে ব্যহত হচ্ছে। তবে প্রধান শিক্ষকের দাবি তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে ছুটি নিয়েছেন।
এ দিকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সোমবার থেকে ক্লাশ বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করছে। গতকাল মঙ্গলবার সকালে ক্লাশ বর্জন করে শিক্ষার্থীরা পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের সরনাপন্ন হয়। এ ব্যাপারে জানার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খানের মোবাইল ফোনে একাধীকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। প্রধান শিক্ষককে কোন ছুটি দেওয়া হয়নি উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০৫