মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সেতাবগঞ্জ সরকারী কলেজের দুর্নীতির বিষয়ে কলেজের অধ্যক্ষ সুবোধ চন্দ্র রায় ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের অবাধ দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের কার্যালয় ঘন্টা ব্যাপী বিভিন্ন দূর্ণীতির বিষয়ে তাকে অবরুদ্ধ করে জেরা করেন।
১৮ আগষ্ট রবিবার সকাল ১১টায় বৈষম্য বিরোধী কয়েকশত ছাত্রছাত্রী অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কলেজ ফান্ডের অর্থ লোপাট, অস্থায়ী ভিত্তিতে ১১ জন কর্মচারী নিয়োগে অনিয়ম, কলেজের নিজম্ব সম্পত্তির অপব্যবহার, সাধারন শিক্ষার্থীদের উপর নির্যাতন, অধ্যক্ষের উদাসিনতা, নারী কেলেংকারী, কলেজ ক্যাম্পাসের শহিদ মিনার নিয়ে অনিয়ম, কলেজ মসজিদের ইমামের বেতন বকেয়া রাখা সহ প্রায় ২০টির মত নির্দিষ্ট অভিযোগ সহ অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীরা অধ্যক্ষ সুবোধ চন্দ্র রায় ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের পদত্যাগ দাবী করে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের মধ্যে সমন্নয়ক ফয়সাল মোস্তাক, হুমায়ুন কবীর, মিরাজ, মুক্তার হোসেন, হাসিব, তানজিলা, তারেক প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৩২