বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মীর মুগ্ধ ও জাহিদুজ্জামান তানভীনসহ নিহত সকলের আত্মার মাগফরোত ও আহতদের সুস্থতা কামনায় শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা ভোরের সাথী’ নামে একটি সংগঠন লোকনাথ দিঘীর পাড়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় আলোচনায় অংশ নেন এম এ কাশেম, নাসির উদ্দিন খন্দকার, রাহিম উদ্দিন রায়হান, এম এ নাছের বাহার, প্রবাসী স্বপন কুমার রায়, গৌরাঙ্গ সাহা, রাশেদ কবীর আখন্দ, আব্দুস সালাম, ইসকান্দর মির্জা, আরিফুল ইসলাম শামীম, আব্দুর রউফ, মো. নাসির হোসেন, হুমায়ুন কবীর, কাজী হাবিবুর রহমান, মাঈনুদ্দিন উদ্দিন খাজা ও মনির খান প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুনায়েদ কাসেমী। এ সময় বক্তারা নিহতদেরকে শহীদ উল্লেখ করে হত্যাকান্ডের বিচার দাবি করেন। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করা হয়।
কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ৮:০৮